রাজশাহী নগরীর রাজপাড়ায় পুলিশের জঙ্গিবিরোধী অভিযান
রাজশাহী নগরীর রাজপাড়া থানার পূর্ব হড়গ্রাম এলাকা ঘিরে সন্ত্রাসবিরোধী ব্লকরেইড (চারপাশ থেকে) অভিযান চালাচ্ছে পুলিশ। বাসায় বাসায় তল্লাশি চালানো হচ্ছে। প্রায় দুই কিলোমিটার এলাকার ভেতরে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হচ্ছে। তবে মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, এলাকায় জঙ্গি থাকার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে জঙ্গি থাকতে পারে, এই সন্দেহে তাঁরা ব্লকরেইডটি পরিচালনা করছেন। এলাকায় লোকজনের চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাজশাহী সিটি বাইপাস সড়ক থেকে যেসব রাস্তা পূর্ব হড়গ্রাম এলাকার ভেতরে গেছে, সেসব রাস্তা দিয়ে ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ। এলাকার বাসাবাড়ির লোকজন বের হচ্ছে না। সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অভিযান শেষ হওয়ার আগে ক্যামেরার সামনে কথা বলবেন না বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল আলম। তবে তিনি বলছেন, অভিযান শেষ হলে সংবাদমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।