আজ সিলেটে স্কুলে ‘‘শক্তিশালী বোমা’’,শিক্ষার্থীদের উদ্ধারের চেষ্টা
সিলেট শহরের শাহি ঈদগাহ এলাকায় স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজের সিঁড়ির নিচে ‘শক্তিশালী বোমা’ পাওয়া গেছে। এ ঘটনায় শ্রেণিকক্ষে আটকেপড়া শিক্ষার্থীদের বের করে আনার চেষ্টা চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পাঁচতলা স্কুলভবনের সিঁড়ির নিচে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে র্যাবকে জানায় স্কুল কর্তৃপক্ষ। র্যাব-৯-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী জানান, প্রাথমিক অনুসন্ধানে তাঁরা নিশ্চিত হয়েছেন, এটা শক্তিশালী বোমা। এতে সার্কিট দেখা গেছে। স্কুলের চারপাশ ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই র্যাব কর্মকর্তা আরো জানান, সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাসে থাকায় তাদের বের করে আনা সম্ভব হয়নি। তাদের নিরাপদে বের করে আনার চেষ্টা করা হচ্ছে।