রাজধানীর ওয়ারীতে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে দগ্ধ হোসনে আরা বেগমও (৪০) মারা গেছেন। বৃহস্পতিবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানিয়েছেন, বিস্ফোরণে হোসনে আরা বেগমের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।এর আগে ওই বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হোসনে আরার স্বামী আলমগীর হোসেন (৫০) গত শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বার্ন ইউনিটে মারা যান।এছাড়া বিস্ফোরণে হোসনে আরার মেয়ে শারমিন আলম সাবিনাও (১৯) দগ্ধ হন। তার শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। তিনিও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।গত বৃহস্পতিবার রাতে ওয়ারী থানার ৯/১০ নম্বর যদুনাথ বসাক লেনের একটি বাড়িতে গ্যাসের লাইনে বিস্ফোরণ ঘটে। এতে গৃহকর্তা আলমগীর, তাঁর স্ত্রী হোসনে আরা ও মেয়ে শারমিন আলম সাবিনা মারাত্মকভাবে দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
রাজধানীর ওয়ারীতে বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু
Share!