কুড়িল বিশ্বরোড ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
রাজধানীর কুড়িল বিশ্বরোড রেললাইন এলাকায় (ডাউন রেললাইনে) ট্রেনে কাটা পড়ে বেলাল হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রবি উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকালে কুড়িল বিশ্বরোডসংলগ্ন রেললাইনে পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই বেলাল মারা যান। বেলাল পেশায় গাড়িচালক ছিলেন। তাঁর বাবার নাম নূর মোহাম্মদ। তাঁরা মহাখালী বন ভবনের পেছনে একটি বাড়িতে ভাড়া থাকতেন। বেলালের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে বলে জানান এএসআই।