রাজধানীতে সাকুরা বারের সামনে যুবককে পিটিয়ে হত্যা
রাজধানীর শাহবাগে অজ্ঞাতপরিচয় (৩২) এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা ডিভিশনের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ কর্মকর্তা বলেন, ‘শাহবাগ থানার সাকুরা বারের লোকজন অজ্ঞাত যুবককে পিটিয়ে হত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে সাকুরা বারের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১২টায় মৃত ঘোষণা করেন। নিহতের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় সাকুরা বারের প্রায় ৩০-৩৫ জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মারুফ হোসেন।