আজ রানাপ্লাজা ট্র্যাজেডির চার বছর
রানা প্লাজা নিহতদের ক্ষতি পূরন একে একে তিন বার দেওয়া হয়েছে। শ্রমিকদের কল্যাণে আমাদের অফুরন্ত ফান্ড রয়েছে। সর্বশেষ আমার জানামতে ক্ষতি পূরণ ও চাকরির জন্য কেউ যোগাযোগ করেনি । অথচ মিডিয়াতে ৪২% শ্রমিক ক্ষতি পূরন পায়নি, এধরনের অভিযোগ উঠেছে। এধরনের মিথ্যা অভিযোগ প্রচার না করাই ভালো। এতে বহিবিশে^ দেশের সুনাম নষ্ঠ হয়।জুরাইন কবরস্থানে রানা প্লাজা নিহতদের কবরে পুস্পস্তবক শেষে বিজিএমইএর সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান সাংবাদিকদের এ কথা বলেন।
এছাড়া সাংবাদিকদের এক পশ্নের উত্তরে তিনি আরো বলেন,মালিক পক্ষের উদাসিনতার এধরনের ট্র্যাজেডি হয়েছে। রানাপ্লাজা মামলার বিচার কাজ চলমান আছে। ঘঠনার উপযুক্ত শাস্তি বিজিএমইএ কামনা করে।
জুরাইন কবরস্থানে আরো অন্যান্য শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা নিহতদের স্বরনে ফুলদিয়ে শ্রদ্ধানিবেদন করে।
আজ রানাপ্লাজা ট্র্যাজেডির চার বছর
Share!