৭ম শ্রেণির ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা।
মাগুরার শালিখা উপজেলা দক্ষিণ শরুশুনা গ্রামের ৭ম শ্রেণির ছাত্রী এক কিশোরী বিয়ের প্রলোভনে পড়ে অনৈতিক সম্পর্কের জেরে ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। অন্তঃসত্ত্বা কিশোরী জানান, তারই চাচাতো ভাই আপন হোসেনের সঙ্গে ৭ মাস পূর্বে সম্পর্কে জড়িয়ে পড়ে সে এবং বিভিন্নভাবে আর্থিক ও বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে সে বুঝতে পারে যে, সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। পরিবারের ভয়ে প্রথমে চুপ থাকলেও পরে অবস্থা খারাপের দিকে যেতে থাকায় বিষয়টি তার পরিবার জানতে পারে এবং তাকে আড়পাড়ার স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয় যে, সে বাচ্চার মা হতে চলেছে। এ অবস্থায় ছেলে আপন হোসেনের বাবা মো. মোস্তাইন মোল্যাকে জানালে সে গ্রাম্য শালিসের মাধ্যমে সুষ্ঠু সমাধানের প্রতিশ্রুতি দেয়। এরই প্রেক্ষিতে আজ রোববার সকাল সাড়ে ৮টায় গ্রামের কিছু মাতব্বর শ্রেণি লোক ঘরোয়াভাবে বিষয়টির মীমাংসার উদ্যোগ নিয়েও সমাধানে পৌঁছাতে না পেরে বিষয়টি অমীমাংসিত থেকে যায় বলে জানান মেয়ের অপর এক চাচা। এ বিষয়ে ভুক্তভোগীর বাবার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি আক্ষেপ করে বলেন, আমি মেয়েকে নিয়ে খুব হতাশ। আমি এ ব্যাপারে চেষ্টা চালিয়ে যাব যেন আমার মেয়ের একটা সুষ্ঠু সমাধান হয়। অন্যথায়, আমি আইনের আশ্রয় গ্রহণ করব। এ ব্যাপারে ছেলের সাথে যোগাযোগ করার জন্য তার বাড়িতে গেলে কাউকে পাওয়া যায় নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয় নি।