ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান।
গুলশানের শাহজাদপুর থেকে উত্তর দিকে মরিয়ম টাওয়ার পর্যন্ত সড়কের দখলদার স্থাপনা উচ্ছেদ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। রোববার সকালে এ উচ্ছেদ কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও ডিএনসিসির মেয়ার আনিসুল হক। গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, মরিয়ম টাওয়ার-২ এর সামনে থেকে উত্তর দিকে ভারতীয় হাইকমিশনের সামনের সড়কের সঙ্গে সংযুক্ত করার জন্য নতুন একটি সড়ক নির্মাণ করা হবে। ৫০ ফুট প্রস্থের এ সড়কের নির্মাণ কাজ আজ থেকে শুরু হলো। সড়কের জন্য যেসব জমির মালিক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উপর্যুক্ত ক্ষতিপূরণ দেয়া হবে। উচ্ছেদ অনুষ্ঠানে মেয়র আনিসুল হক বলেন, সড়কের জমি নিয়ে আদালতে মামলা ছিল। স্থানীয় জমি মালিকরা মামলাটি করেছিলেন। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মামলা নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলার দায়িত্ব দেন আমাকে। সে অনুযায়ী আমি মালিকদের সঙ্গে কথা বলি। আলাপ-আলোচনার পর তারা মামলা তুলে নেন। এবং মালিকদের সম্মতিতেই এই অভিযান চলছে। আমাদের নগরির সৌন্দর্য বর্ধন এই অভিযান। আগামী তিন মাসের মধ্যে রাস্তা নির্মাণের কাজ শেষ হবে বলে রাজউক কর্মকর্তারা জানিয়েছেন।