মালয়েশিয়ায় একটি বাড়ি ধসে দুই বাংলাদেশি শ্রমিক নিহত
মালয়েশিয়ার সেলানগর রাজ্যে ভূমিধসের কারণে একটি বাড়ি ধসে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এছাড়াও, গুরুতর আহত হয়েছেন আরও অন্তত এক বাংলাদেশি। শনিবার ভোরে জালান হুলু লাঙ্গাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম মোহাম্মদ রানা এবং মোহাম্মদ মাসুদ বলে জানা গেছে। স্থানীয়রা জানান, ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ওই দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। নিহত দু’জনই একটি পানি শোধনাগারের নির্মাণ শ্রমিক ছিলেন। পুলিশ জানায়, ধসে পড়া ভবনটিতে ১১ বাংলাদেশি এবং নয় ইন্দোনেশীয় শ্রমিক বাস করেন। টানা কয়েকদিনের প্রবল বর্ষণের পরই ঘটে এই ভূমিধ্স।
Share!