প্রেমে সাড়া না দেত্তয়ায় প্রেমিক আত্মহত্যার চেষ্টা।
কয়েকদিন ধরেই প্রেমিকার সঙ্গে বনিবনা হচ্ছিলো না সুমনের। হঠাৎ করে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কে বিচ্ছেদের আশঙ্কায় ছিলেন প্রেমিক সুমন। শনিবার দুপুরে প্রেমিকাকে ফোন করে সুমন জানায়, ‘তুমি আমার কাছে না আসলে আত্নহত্যা করবো।’ কথা অনুযায়ী কাজও তাই। প্রেমিক গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। বিকেলের দিকে ফোন করে সুমন ফের বলেন, ‘তুমি যেহেতু আসলা না সেহেতু মৃত্যুকে আলিঙ্গন করলাম।’ এর পরপরই ফোন কেটে দেন সুমন। নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে সে। পুরো শরীর আগুনে জ্বলতে থাকে। আগুনের ঘটনা দেখে পাশের ফ্ল্যাটের অন্য বন্ধুরা দৌঁড়ে আসে। এদিকে ফোন কেটে দেওয়ার পর প্রেমিকা তাকে ফোনে না পেয়ে সেও চলে আসে। বন্ধুসহ অন্যরা মিলে তাকে ঢামেকে ভর্তি করেন। বর্তমানে শরীরের অধিকাংশই আগুনে ঝলসে যাওয়া প্রেমিক সুমন মৃত্যুর সঙ্গে লড়ছে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে রাজধানীর ধানমন্ডির সোবহানবাগে। অগ্নিদগ্ধ সুমন বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিলের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শেষ বর্ষের ছাত্র। শনিবার সন্ধ্যা ৭টার দিকে তাকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সুমনের বন্ধু কামরুল শিকদার সাংবাদিকদের জানান, বান্ধবীর সঙ্গে ঝামেলার কারণে সে এ কাজ করেছে। সুমনের অন্য বন্ধুরা জানায়, সে একই বিশ্ববিদ্যালয়ের একটি মেয়ের সঙ্গে কয়েক বছর ধরে সম্পর্ক করে আসছিল। কিন্তু কিছুদিন আগে তাদের মধ্যে ঝামেলা তৈরি হয়েছে। এ কারণে সে নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্নহত্যার চেষ্টা চালায়। বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, সুমনের অবস্থা বর্তমানে ক্রিটিক্যাল।