ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, বিশ্বজুড়ে ইসলাম-বিরোধী মনোভাব উসকে দেয়ার লক্ষ্যেই সাম্প্রতিক সন্ত্রাসী হামলা চালিয়েছে আইএসআইএল। খবর আরআইবির।তিনি বলেন, ক্ষমা ও শান্তির ধর্ম হচ্ছে ইসলাম এবং আমাদের ধর্ম এ ধরনের সন্ত্রাসী আক্রমণ চালানোর কোনো অনুমতি দেয় না। প্রেসিডেন্ট রুহানি বলেন, আমেরিকা ও ইউরোপে অনেক মুসলমান বসবাস করেন এবং এ ধরনের তৎপরতার মাধ্যমে কেবল ইসলাম বিরোধী মনোভাবই উসকে দেয়া হচ্ছে।তিনি বলেন, সন্ত্রাসী তৎপরতার শিকার হচ্ছে নিরীহ শিশু-নারীসহ বেসামরিক মানুষ। ইরান সব ধরণের সন্ত্রাসী তৎপরতার নিন্দা জানায় উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের সন্ত্রাসী তৎপরতা ঠেকানোর জন্য বিশ্বের সব দেশের মধ্যে ঐক্য এবং দৃঢ় মনোবলের প্রয়োজন রয়েছে।আইএসআইএল সন্ত্রাসীদের অর্থের উৎস চিহ্নিত করারওপর গুরুত্বারোপ করেন ইরানের প্রেসিডেন্ট।প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩২ জন নিহত ও সাড়ে তিনশ’ ব্যক্তি আহত হওয়ার পরিপ্রেক্ষিতে এ বক্তব্য দিলেন ইরানে প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
ইসলাম বিদ্বেষ উসকে দেয়াই আইএসের লক্ষ্য: ইরান
Share!