রাজধানীর রামপুরা বাজারে ৭টি বাসে ভাঙচুর চালিয়েছে যাত্রীরা।
রাজধানীর রামপুরা বাজারে সাতটি বাসে হামলা ও ভাঙচুর করেছে যাত্রীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রামপুরা বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অফিসগামী দেড় থেকে দুইশ লোক জড়ো হয় রামপুরা বাজারে। তারা বাসের জন্য অপেক্ষা করতে থাকে। সুপ্রভাত, ভিক্টর প্লাস, তুরাগ পরিবহনের বেশ কয়েকটি বাস এলেও যাত্রীদের না তুলে চলে যায়্। অফিসমুখী মানুষজন বাসগুলোতে উঠতে চাইলে তারা গেটলক করে যাত্রী না তুললে ক্ষিপ্ত হয়ে সুপ্রভাতের ৩টি, রাইদার ১টি, ভিক্টরের ২টি, তুরাগের ১টি বাসে হামলা ও ভাঙচুর করে যাত্রীরা। এ সময় বাসগুলোর কাঁচ ক্ষতিগ্রস্ত হয়।
সুপ্রভাত পরিবহনের মালিক সেলিম অভিযোগ করেন, সকালে তারা যাত্রী ছাড়াই গেটলক করে বাস নিয়ে কাগজপত্র ঠিক করার জন্য বিআরটিএর দিকে যাচ্ছিল। রামপুরা এলে বাসের জন্য অপেক্ষা করা যাত্রীরা না বুঝেই গেটলক দেখে ভাঙচুর চালায়।