৫ দালাল আটক : কেরানীগঞ্জের বিআরটিএ কার্যালয়।
কেরানীগঞ্জের ইকুরিয়ায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয় থেকে ৫ দালালকে আটক করেছে দুই আনসার কমান্ডার।
দুই আনসার কমান্ডার হলেন- পিসি হাশেম ও এপিসি জসিম বৃহস্পতিবার বেলা ১১টা দিকে তাদের আটক করে। আটককৃতরা হলেন- রবিন, মিলন, মিন্টু, পিন্টু ও শামিম। দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে এবং গ্রাহকদের জিম্মি করে বিভিন্ন ধরনের গাড়ির ফিটনেস, রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সসহ নানা বিষয়ে কাজ করিয়ে নিচ্ছে চক্রটি।
বিআরটিএ’র ইকুরিয়ায় জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (আদালত-৫) জহুরা খাতুন বিষয়টি নিশ্চিত করে জানান যে, এরা দীর্ঘদিন ধরে বিআরটিএ অফিসে লাইসেন্সসহ বিভিন্ন কাজে আসা ব্যক্তিদের নানাভাবে হয়রানি করে আসছে। এ কারণে অভিযান চালিয়ে এ ৫ দালালকে আটক করা হয়। এবং চারজনকে ১৫ দিন করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। অপর একজনকে ৫০০ টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।