Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

পরিবহন ব্যবসা করে অনেক যন্ত্রণায় আছি

পরিবহন ব্যবসা করে অনেক যন্ত্রণায় আছি

‘পরিবহন ব্যবসা করে অনেক যন্ত্রণায় আছি। এ যন্ত্রণা থেকে মুক্তির পথ খুঁজছি। মঙ্গলবার মিরপুর থেকে ফার্মগেট পর্যন্ত ১৫ টাকা ভাড়া নিয়ে আমার তিনটি বাসে চালক-হেলপারদের সঙ্গে যাত্রীদের মারামারির ঘটনা ঘটেছে। তাই বুধবার সকাল থেকে চালক-হেলপারদের হাতে পায়ে ধরে কয়েকটি গাড়ি রাস্তায় নামিয়েছি।’

বুধবার শিকড় পরিবহনের মালিক মো. শাহজালাল নতুন সময়কে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে শিকড় পরিবহনের হেলপার-কনডাকটরদের সঙ্গে সংঘর্ষও হয়েছে। এতে ছয়জন চালক ও হেলপার আহত হয়।’

শিকড় পরিবহনের মালিক মো. শাহজালাল বলেন, ‘আমরা পরিবহন ব্যবসা করতে হিমসিম খাচ্ছি। গাড়ির যন্ত্রণায় অতিষ্ট হয়ে গেছি। পরিবহন খাতে নানা জায়গায় অর্থ দিতে হয়। এছাড়া পুলিশ সাজের্ন্টরা অনেক যন্ত্রণা দেয়। গাড়ির কাগজপত্র ঠিক থাকলেও গাড়ির বাম্পার, লাইটের কথা বলে তারা মামলা ঠুকে দেয়।’

এ প্রসঙ্গে ঢাকা মেট্রো পূর্ব ডিভিশনের ওয়ারি জোনের ট্রাফিক সার্জেন্ট মো. তওফিকুর রহমান তৌফিক বলেন, ‘আমরা নিয়ম অনুযায়ী মামলা দেই। অযথা কাউকে হয়রানি করি না। অনেক গাড়ির কাগজপত্র পাওয়া যায় না। এছাড়া ফিটনেসহীন গাড়ি রাস্তায় পেলে আমরা মামলা করি।’

বিআরটিএ-এর সিটিং সার্ভিস বন্ধ ঘোষণার পর থেকে যাত্রী দুর্ভোগের পাশাপাশি বেড়েছে পরিবহন মালিকদের দুশ্চিন্তা। কাগজপত্র ও ফিটনেসহীন গাড়ি মোবাইল কোর্টের আতঙ্কে বুধবারও রাস্তায় নামেনি।

খাজা পরিবহনের মালিক জাকির হোসেন বলেন, ‘আমরা সাধারণ মালিকরাই বিপদে আছি। আমাদের মাস শেষে কিস্তির টাকা গুনতে হয়। এছাড়া রাস্তায় গাড়ি নামালেই প্রশাসন ও স্থানীয় নেতাদের ম্যানেজ করে গাড়ি চালাতে হয়। আমাদের দুর্ভোগ নিয়ে তো কেউ লিখে না। আমরা পরিবহন ব্যবসা করে সর্বস্ব খুইয়েছি।’

বিআরটিএর সহকারী পরিচালক, রফিকুল ইসলাম বলেন, কিছুদিনের মধ্যেই সমাধানে আসবে। আমরা পরিবহন খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছি। এরই মধ্যে আমরা নতুন রেট-চার্ট করার পরিকল্পনা করছি।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top