যুদ্ধকালীন সময়ে গণধর্ষণ গণহত্যার স্বীকৃতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাকালীন ধর্ষণ ও গণধর্ষণকে গণহত্যার স্বীকৃতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিশোরগঞ্জের দুই আসামির ফাঁসির দণ্ডর রায়ে বুধবার এমন স্বীকৃতি আসে বলে জানিয়েছেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। এ মামলায় আসামির বিরুদ্ধে একটি অভিযোগ ছিল গণধর্ষণের। যে অভিযোগে ফাঁসির আদেশ আসে। দুই আসামির ফাঁসির দণ্ড ঘোষণার পর তুরিন আফরোজ বলেন, প্রথমবারের মতো এ স্বীকৃতি মিলেছে। যুদ্ধকালীন সময়ে গণধর্ষণ গণহত্যার শামিল। যেটাকে জেনোসাইডাল রেপ বলা হয়েছে। যার শাস্তিও মৃত্যুদণ্ড। এ ছাড়াও আন্তর্জাতিক প্রথাগত আইনের মধ্যে যুদ্ধ আইনের বিষয়গুলো এ মামলায় স্থান পেয়েছে। এটিও আমাদের একটি সাফল্য। এমনকি এ মামলায় আমরা ছয়টি অভিযোগই প্রমাণ করতে সক্ষম হয়েছি।