শাড়ি পরে আনন্দঘন সাক্ষাৎ নরওয়ের রাষ্ট্রদূত ও খালেদার
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিসসেল ব্লেকেন। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাঙালি নারীদের চিরাচরিত পোশাক শাড়ি পরে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন নরওয়ের রাষ্ট্রদূত। এ সময় তিনি বাংলাদেশের সঙ্গে নরওয়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির জ্যেষ্ঠ নেতারা।
Share!