নবম শ্রেণীর ছাত্রীকে নেশাদ্রব্য খাইয়ে অপহরনের চেষ্টায় ৩ বখাটের নামে মামলা
ঝিনাইদহ কালীগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় আদুরী (১৪) নামের নবম শ্রেনীর এক ছাত্রীকে ৩ বখাটে ধরে মুখে জোর পূর্বক কেরোসিনের সাথে নেশাদ্রব্য মুখে ঢুকিয়ে ও মারপিট করে গুরুতর আহত করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার রাতে কালীগঞ্জ থানায় কিশোরীর বাবা জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে তিন বখাটের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার আসামিরা হলেন-কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামের মিল্টন হোসেনের ছেলে হৃদয় হোসেন (১৭), বদর উদ্দিনের ছেলে শিমুল হোসেন (১৮) ও মো. শহিদুল্লার ছেলে আয়াতুল্লাহ (১৭)।
এদিকে পুলিশ আসামীদের কে গ্রেফতারের জন্য গত ৩ দিন ধরে অভিযান চালাচ্ছে।পুলিশ বলছে আসামীরা এলাকা ছেড়ে অন্যাত্র পালিয়েছে। যে কারনে তাদের কে গ্রেফতার করতে দেরি হচ্ছে। আসামী ৩ জনই সরকারি নলডাংগা ভুষন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম মামলা দায়ের হওয়ার কথা স্বীকার করে জানান, ঘটনার পরপরই পুলিশ তিন বখাটেকে ধরতে অভিযানে নামে। ধারণা করা হচ্ছে, এই তিন বখাটে এলাকা থেকে পালিয়েছে। তাদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।