নাটোরে সড়করে পাশ থেকে দিনমজুরের লাশ উদ্ধার
নাটোররে সিংড়ায় ছালামত আলী (৩৮) নামে এক দিন মজুররে লাশ উদ্ধার করেেছ পুলশি। উপজলোর কালিগঞ্জ গ্রামের সড়কের পাশ থেকে মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত ছালামত আলী নওগাঁর রানীনগর পাচুপুর গ্রামের মকবুল হোসনেরে ছেলে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুলাহ আল মামুন জানান, নিহত ছালামত আলী বেশ কয়েক বছর ধরইে কালিগঞ্জ গ্রামে বিভিন্ন স্থানে দিন মজুররে কাজ করতনে। এরপর ওই এলাকাতইে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস শুর“ করনে তিনি। সোমবার সকালে ছালামত আলী গ্রামে একটি ধানরে জমিতে কাজ করতে যান। কাজ শেষে তিনি সন্ধ্যায় আর বাড়ি ফিরে আসেননি। এলাকায় অনকে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে গ্রামরে সড়করে পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য নাটোর সদর হাসপাতাল র্মগে পাঠান। প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে ময়নাতদন্তরে পর সঠিক কারণ জানা যাবে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েেছ তা এখনও জানাতে পারেনি পুলশি।