জ্বালানি তেলে পানি মেসার্স ঈশা ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা।
জ্বালানি তেলে পানি মেশানোর দায়ে ঢাকার আশুলিয়ার জামগড়ার মেসার্স ঈশা ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয় অভিযান চালিয়ে এ জরিমানা করে। আশুলিয়া থানা পুলিশের সমন্বয়ে ও অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। নয়ন নামের একজন ভোক্তা গত ৩ জানুয়ারি মেসার্স ঈশা ফিলিং স্টেশনের বিরুদ্ধে জ্বালানি তেলে পানি মেশানোর অভিযোগ করেন। পরে নমুনা হিসেবে কিছু তেল ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। ল্যাব পরীক্ষায় তেলে পানি থাকার প্রমাণ পাওয়ায় এ প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুল মজিদ জানান, মেসার্স ঈশা ফিলিং স্টেশনকে জ্বালানি তেলে পানি মেশানোর অভিযোগের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা আইনের ৪১ ধারায় এ জরিমানা করা হয়। আবদুল মজিদ বলেন, ‘জরিমানার পাশাপাশি আমরা প্রতিষ্ঠানটির কাছে লিখিত নেই যাতে করে আর কখনো এভাবে তেলে ভেজাল না মেশায়।