সংবাদপত্র হকারকে কুপিয়ে হত্যা ।
কুমিল্লার সদর উপজেলায় ফারুক হোসেন নামের এক সংবাদপত্র হকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোরে পালপাড়া ব্রিজসংলগ্ন বাবুবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক সদর উপজেলার জামবাড়ি এলাকার আবদুল মান্নানের ছেলে। স্বজনরা জানান, ভোরে ফারুক বাড়ি থেকে পত্রিকা বিক্রির উদ্দেশ্যে ঘর থেকে বের হন। তিনি শাসনগাছা এলাকার সংবাদপত্র বিক্রেতা। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া জানান, প্রতিদিনের মতো ফারুক আজ ভোরে পত্রিকা আনার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠায় এবং তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোনটি উদ্ধার করে।