ট্যানারি শ্রমিকরা কারখানা খোলার দাবিতে বিক্ষোভ।
রাজধানীর হাজারীবাগের ট্যানারি কারখানা খুলে দেওয়া এবং গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ট্যানারি শ্রমিকরা। আজ রোববার বেলা ১১টার দিকে হাজারীবাগের ট্যানারি মোড়ে এ মিছিল শুরু করেন শ্রমিকরা। মিছিলে চামড়া শিল্পকে ধ্বংসের ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। বিক্ষোভ কর্মসূচিতে কয়েক শ শ্রমিক অংশ নেন। গতকাল শনিবার পরিবেশ অধিদপ্তর হাজারীবাগে সব ট্যানারি কারখানার সব ধরনের সংযোগ বন্ধ করে দেয়। এতে কর্মহীন হয়ে পড়েন ট্যানারি কারখানার শ্রমিকরা। মিছিল থেকে শ্রমিকরা সাভারের ট্যানারি শিল্প শ্রমিকবান্ধব করার আগ পর্যন্ত হাজারীবাগের কারখানাগুলো চালুর দাবি জানান। কর্মসূচি সম্পর্কে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন, সাভারে আমাদের থাকার জায়গা দেওয়া হয়নি। অথচ এখানে সব কারখানা বন্ধ করে দেওয়া হলো। আমরা শ্রমিকরা এখন কোথায় যাব? আবদুল মালেক আরো বলেন, মালিকরা এখন এই সুযোগে শ্রমিকদের বেতন বন্ধ করে দেওয়ার পাঁয়তারা করছেন। এরই মধ্যে আজ অনেক শ্রমিক কর্মস্থলে যোগ দিতে পারেননি। শ্রমিকরা কাজে গিয়ে কারখানা বন্ধ পেলে রাস্তায় নামবে এটাই স্বাভাবিক। একই দাবিতে আগামীকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাজারীবাগ এলাকায় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।