রাজধানীতে ডলার ছিনতাইয়ের মামলায় এএসআই কারাগারে।
রাজধানীতে ১৮ হাজার ৮০০ ইউএস ডলার ছিনতাইয়ের মামলায় উত্তরা পূর্ব থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলমগীরকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম সাজ্জাদুর রহমান এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নুর আলম সিদ্দিকী আজ দ্রুত বিচার আইনের ৪ নম্বর ধারায় অভিযুক্ত এএসআই আলমগীরকে দুই দিনের রিমান্ড শেষে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আদালত কারাগারে পাঠানোর আবেদন করেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) রাজু আহমেদ বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, মামলার বাদী মোহাম্মদ ইলিয়াসকে ভয়ভীতি দেখিয়ে ১৮ হাজার ৮০০ ইউএস ডলার ছিনতাই করার অপরাধে এএসআইকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় গ্রেপ্তার অপর আসামি মাসুম বিল্লাহ ১৬৪ ধারায় গত বৃহস্পতিবার স্বীকারোক্তি দিয়েছেন ঢাকার মহানগর হাকিম গোলাম নবীর আদালতে। রাজু আহমেদ আরো জানান, এএসআইকে রিমান্ডে নিয়ে ব্যাপক তথ্য উৎঘাটন হয়েছে বলে রিমান্ড প্রতিবেদনে বলা হয়েছে। মামলার নথি থেকে জানা যায়, গত বুধবার বাদী উত্তরা পূর্ব থানায় মামলা করেন। এর পর একই দিনে এএসআই আলমগীরকে গ্রেপ্তার করা হয়।