ভারতে হিন্দু নারীর সঙ্গে প্রেম, মুসলিম তরুণকে খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা
হিন্দু ধর্মের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কের জের ধরে খুন হয়েছেন মুসলিম। ভারতের ঝাড়খণ্ড প্রদেশের গুমলা জেলায় বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ সালেক (১৯)। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় পুলিশের সুপারিন্টেনডেন্ট চন্দ্রন কুমার ঝা জানান, মেয়েটির পরিবার তাদের এ সম্পর্ক পছন্দ করতো না। তারা সালেককে মেয়ের কাছ থেকে দূরে সরে যেতে বলে। কিন্তু সালেক বরাবরই সম্পর্ক রেখেছে। গত বুধবার রাতে মেয়েটিকে তার বাড়ির কাছে নামিয়ে দিতে আসে সালেক। এ সময় স্থানীয়রা তাদের একসঙ্গে দেখে ক্ষুব্ধ হন। তারা সালেককে বেঁধে মেয়েটির সামনেই পেটাতে থাকে। এক পর্যায়ে গুরুতর আহত অবস্থায় সালেখকে ফেলে রেখে যায়। রাতে সালেকের পরিবার তাকে খুঁজতে থাকে। তার বন্ধুর মাধ্যমে জানতে পারে মেয়েটির বাড়ি যাওয়ার কথা। খুজে পেয়ে সালেককে মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কিন্তু বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
চন্দন কুমার আরও জানান, এটা কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়। ব্যক্তিগত কারণে তাকে হত্যা করা হয়েছে। ওই মেয়েকে জিজ্ঞাসাবাদ করে ৩ জনকে আটক করা হয়েছে।
Share!