যাত্রাবাড়ীতে ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ সদস্য গ্রেপ্তার
রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মাওলানা মো. মাকসুদুর রহমান ওরফে আবদুল্লাহ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার ইউসুফ আলী এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন। উপকমিশনার ইউসুফ আলী জানান, আজ দুপুর সাড়ে ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
Share!