ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত কর্মীসহ আটক ৬৩
ঝিনাইদহ ছয় উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দুই জামায়াত কর্মীসহ বিভিন্ন মামলায় ৬৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে
তাদের গ্রেফতার করা হয়। পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, জেলা ব্যাপী সন্ত্রাস ও
নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালানো হ”েছ। এরই অংশ হিসেবে রাতে জেলার ছয় উপজেলায় অভিযান চালানো হয়। এসময় ঝিনাইদহ সদর উপজেলা থেকে এক জামায়াত কর্মীসহ ১৮জন, কালীগঞ্জ থেকে ১৫জন, কোটচাঁদপুর থেকে এক জামায়াত কর্মীসহ আটজন, মহেশপুর থেকে ছয়জন, হরিণাকুন্ডুু থেকে আটজন ও শৈলকুপা থেকে আটজনকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাস নাশকতাসহ বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।