যাত্রা শুরু বুড়িগঙ্গা ইকোপার্ক
এ কে এম শফিকুল ইসলামঃ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রাজধানীর শ্যামপুরে বিআইডব্লিউটিএ’র ইকোপার্ক। বুড়িগঙ্গার কোল ঘেঁষে গড়ে ওঠা পার্কটিতে অত্যাধুনিক ২৪টি রাইডস নিয়ে আজ বৃহস্পতিবার থেকে যাত্রা শুরু করলো বিনোদন কেন্দ্রটি। বিআইডব্লিউটিএ’র কল্যাণে পার্কটির কার্যক্রম শুরু হওয়ার পর নেপচুন ইন্টারটেনমেন্ট কোং লি. দ্বিতীয় ধাপের কাজ ইতোমধ্যে শেষ করে। বৃহস্পতিবার পার্কটির উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। এছাড়া স্থানীয় এমপি আবু হোসেন বাবলা ও সংরক্ষিত মহিলা আসনের এমপি সানজিদা খানম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক। এসময় নৌ পরিবহনমন্ত্রী বলেন, বুড়িগঙ্গার পাড়ের অবৈধ উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ’র কল্যাণে এ পার্কটি করা হয়েছে। এ এক অনন্য ও নজিরবিহীন। বুড়িগঙ্গা দূষণমুক্ত করার জন্য ইতোমধ্যে ট্রাস্কফোর্স গঠন করা হয়েছে, এছাড়াও নারায়ণগঞ্জ, মোহাম্মদপুর বছিলায় ও তুরাগ তীরে পার্ক নির্মাণের কাজ চলছে। অনুষ্ঠানে পার্কটির ব্যবস্থাপক জিয়াউল ইসলাম আতিক বলেন, আমাদের পার্কটিতে বিনোদনের জন্য পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে। ২৪টি অত্যাধুনিক রাইডস সংযোজন ছাড়াও ফুডকোর্ট ও নাইনডি সিনেমা রয়েছে। আরও দুটি রাইডস আগামীতে সংযোজন হবে। স্থানীয়দের কথা চিন্তা করে রাইডসের মূল্য রাখা হয়েছে সাধ্যের মধ্যে। পার্কটির ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, বিনোদন সবার জন্য বিশেষ করে এ এলাকার সাধারণ মানুষের কথা চিন্তা করে আমি পার্কটির দায়িত্ব নিয়েছি। আশা করছি বিনোদনপ্রেমীদের পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্র হিসেবে পার্কটি কাজ করবে।