Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

ধনকুবের মুসা বিন শমসেরের যুদ্ধকালীন অপরাধ তথ্য তদন্ত সংস্থায়

ধনকুবের মুসা বিন শমসেরের যুদ্ধকালীন অপরাধ তথ্য তদন্ত সংস্থায়।

আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের যুদ্ধাকালীন তথ্য-উপাত্ত এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারী হান্নান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক, মুক্তিযোদ্ধা প্রবীর শিকদার ও সাংবাদিক সাগর লোহানী তদন্ত সংস্থায় এ তথ্য-উপাত্ত হস্তান্তর করেন। কিছুদিন আগে মুসা বিন শমসেরের বিরুদ্ধে কোনো তথ্য-উপাত্ত কারও কাছে থাকলে তদন্ত সংস্থায় পৌঁছে দেওয়ার অনুরোধ করা হয়েছিল। সাংবাদিক সাগর লোহানী বলেন, ‘গত ১৬ বছরে তার (মুসা বিন শমসের) বিরুদ্ধে পত্র-পত্রিকায়, বই-পত্রে যেসব অভিযোগ এসেছে, সেসব তথ্য একত্রিত করে আমরা তদন্ত সংস্থায় ২৮ পৃষ্ঠার একটি সংকলন তদন্ত কর্মকর্তা সানাউল হকের হাতে দিয়েছি। তদন্ত সংস্থা সেগুলো গ্রহণ করেছে। তদন্ত সংস্থার কর্মকর্তারা বলেছেন, তারা প্রাথমিকভাবে অনুসন্ধান করছেন, আমাদের তথ্য তাদের আরও সহযোগিতা করবে। অনুসন্ধান শেষে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন।’
সাগর লোহানী আরও বলেন, ‘আমরা তাদের বলেছি, শিগগিরই অনুসন্ধান শেষ করে করে মুসা বিন শমসেরকে আইনের আওতায় আনতে হবে। কারণ তার যে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব রয়েছে, তার বিনিময়ে তিনি সাক্ষী ম্যানে করে ফেলতে পারেন। ফলে তার বিরুদ্ধে সাক্ষী পাওয়া কঠিন হবে।’  এদিকে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারী হান্নান খান বলেন, ‘তারা এসেছিলেন, কাগজপত্র দিয়ে গেছেন। আমরা সেগুলো অনুসন্ধান করে যদি সত্যতা পাই, তাহলে তদন্ত করব।’

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top