২০ দল বিষের দল : নৌ-পরিবহনমন্ত্রী
২০ দল মানে বিষের দল। আর সেই বিষ দিয়েই শেখ হাসিনাকে ছোবল দিতে চায় বিএনপি-জামায়াত বলে অভিযোগ করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর শ্যামপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) `বুড়িগঙ্গা ইকো পার্ক ও বিনোদন কেন্দ্র` উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নৌ-পরিবহনমন্ত্রী আরও বলেন, জামায়াত মুক্তিযুদ্ধের সময় রাজাকার বেশে হত্যাকাণ্ড চালিয়েছে। বর্তমানে বিএনপি সেই রাজাকার বাহিনীকে ২০ দলের নামে একত্রিত করেছে। সেই ২০ দল হচ্ছে বিষের দল। বিষ দিয়ে শেখ হাসিনাকে ছোবল দিতে চায় বিএনপি-জামায়াত। এসময় যুব সমাজের জঙ্গিবাদে জড়ানোর বিষয়ে শাজাহান খান বলেন, ধর্মের অপব্যাখ্যায় যুব সমাজকে বিভ্রান্ত করা হচ্ছে।