ফিরলেন সৌম্য-ইমরুল
সিরিজে প্রথমবার খেলতে নামা ইমরুল দারুণ আগ্রাসী ব্যাটিং করে চলছেন। তামিম ইকবালের অভাবটা বুঝতে দেননি সৌম্য সরকার ও ইমরুল কায়েস। সিরিজরক্ষার টি-টোয়েন্টি ম্যাচে শুরু থেকেই এই দুই বাঁহাতি ব্যাটসম্যান চড়াও হয়েছেন লঙ্কান বোলারদের ওপর। অপরপ্রান্তে সৌম্যও খেলেছেন আত্মবিশ্বাসের সঙ্গে। প্রথম ৫ ওভারেই পঞ্চাশ রানের কোটা পর করে বাংলাদেশ। দলীয় ৭১ রানে ধৈর্য্য হারান সৌম্য সরকার। গুনারত্নের বলে বোলারকেই ক্যাচ দিয়ে ফিরে আসেন এই ওপেনার। আউট হওয়ার আগে ১৭ বলে চারটি চার ও দুটি ছয়ে ৩৪ রান করেন সৌম্য সরকার। পরের ওভারে ফিরেন ইমরুল কায়েসও। সেকুগে প্রসন্নর বলে দ্রুত এক রান নিতে চেয়েছিলেন সাব্বির রহমান। তবে শেষ পর্যন্ত ক্রিজে পৌঁছাতে পারেননি ইমরুল। ২৫ বলে চারট চার ও এক ছয়ে ৩৬ রান করেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে ২ উইকেটে ৭৯ রান করেছে বাংলাদেশ। সাব্বির রহমান ৩ রানে ব্যাট করছেন। এর আগে নিজের বিদয়ী ম্যাচেও টস জিতেছেন মাশরাফি বিন মুর্তজা। গত ম্যাচের ভুলটা এই ম্যাচে আর করেননি ম্যাশ। নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে কিছুটা ধাক্কা খেয়েছে বাংলাদেশ। পিঠের ব্যথার কারণে আজ খেলতে পারছেন না ওপেনার তামিম ইকবাল। তাঁর বদলে মাঠে নেমেছেন ইমরুল কায়েস। মাশরাফির বিদায়ী ম্যাচে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে মেহেদী হাসান মিরাজের। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন এই ডানহাতি অলরাউন্ডার। শ্রীলঙ্কা দল : উপুল থারাঙ্গা, কুশল পেরেরা, দিলশান মুনাবিরা, চামারা কাপুগেদারা, আসেলা গুনারত্নে, সেকুগে প্রসন্ন, মিলিন্দ সিরিবর্ধনে, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা ও ভিকুম সঞ্জয়া। বাংলাদেশ দল : ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান।