বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচে সন্ধ্যা সাড়ে ৫টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের ফুটবলাররা। দুপুর আড়াইটায় স্টেডিয়ামের গেট খোলা হবে। গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় গিয়ে খেলে এসেছে বাংলাদেশ। সেখানে স্বাগতিকদের কাছে ৫-০ গোলে পরাজিত হয় সফরকারী বাংলাদেশ। পরে নভেম্বরের ১৪ তারিখে বাংলাদেশে অ্যাওয়ে ম্যাচ খেলতে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে মাঝে বাংলাদেশে দুই বিদেশী নাগরিক হত্যার ঘটনায় নিরাপত্তা নিয়ে শংকা প্রকাশ করে অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন। নিরাপত্তার অজুহাতে এই বাছাই ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে ফিফাকে অনুরোধ করে অস্ট্রেলিয়া। তবে মাঝে বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষণ করতে আসে ফিফার কর্মকর্তা। পর্যবেক্ষণ শেষে বাংলাদেশেই ম্যাচটি আয়োজনের কথা বলে ফিফা। পরে একরকম বাধ্য হয়েই গতকাল সোমবার রাত ৮টায় ঢাকায় পৌঁছায় সকারুরা।ম্যাচ শেষে ড্রেসিংরুম থেকেই সোজা বিমানবন্দরে যাবে দলটি। দেশের ফিরতি বিমানে উঠতে। চব্বিশ ঘণ্টা চারস্তরের নিরাপত্তা বলয়ের মধ্যে থাকবেন সকারুরা।নিরাপত্তা নিয়েই যখন এত অনুযোগ, তখন নিরাপত্তার চাদরে মুড়ে দেয়া হচ্ছে সকারুদের।ম্যাচের ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামও থাকবে নিরাপত্তার চাদরে ঢাকা। চারস্তরের নিরাপত্তা দেয়া হবে দু’দলকেই। ফলে কিছুটা ভোগান্তিতে পড়তে হতে পারে দর্শকদের। কারণ অতিরিক্ত নিরাপত্তার কারণে দর্শকদের গাড়ি স্টেডিয়ামের বাইরে রেখে আসতে হবে। শুধু মোবাইল ফোন ছাড়া অন্য কিছু নিয়ে স্টেডিয়ামের ভেতরে ঢুকতে দেয়া হবে না দর্শকদের।ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও এএফসির সিকিউরিটি কর্মকর্তা শেখ মারুফ হাসান জানান, ২০১১ সালে আর্জেন্টিনা ও নাইজেরিয়া ম্যাচের মতোই নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেয় হবে এ ম্যাচকেও।
সন্ধ্যায় অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ
Share!