আজ সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে ও এইচ এস সি ও সমমানের পরিক্ষা শুরু।
মোঃ নাদিম হোসেনঃ আজ সারাদেশের ন্যায় চাঁপাই নবাবগঞ্জে ও এইচ এস সি ও সমমানের পরীক্ষা শুরু সকাল ১০ টায়।শনিবার সন্ধ্যায় কয়েকটি কেন্দ্রে সরজমিনে গিয়ে দেখা যায় কেন্দ্রগুলোতে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পূর্ন করেছে কেন্দ্র কর্তৃপক্ষ। চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোড মোড় সংলগ্ন শাহ্ নেয়াতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ারুল ইসলাম এর কাছে পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন চাঁপাইনবাবগঞ্জ জেলাতে মোট পরীক্ষাথীর সংখ্যা হচ্ছে ১৩০১৮ জন।তার মধ্যে এইচ এস সি পরীক্ষার্থী ১০৩৪৪ জন, এইচ এস সি ( বিএম) ও ভোকেশনাল ১৭৬১ জন, আলিম পরীক্ষার্থী ৯১৩ জন। মোট কেন্দ্র সংখ্যা ২৪ টি।তার মধ্যে চাঁপাইনবাগঞ্জ সদর উপজেলায় কেন্দ্র সংখ্যা ৭ টি শিবগঞ্জ উপজেলায় ৫ টি, নাচোলে ৩ টি, ভোলাহাটে উপজেলায় ৩ টি, গোমস্তাপুর উপজেলায় ৬ টি।