এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ দুইজনকে আটক ।
রোববার থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ দুইজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তর বিভাগ। শনিবার এক এসএমএস বার্তায় পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। দুপুর একটায় এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফ করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, সূচি অনুযায়ী ২ এপ্রিল থেকে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ মে পর্যন্ত। ১৬ থেকে ২৫ মে হবে ব্যবহারিক পরীক্ষা। এবারও শুরুতে বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ এবং পরে রচনামূলক অংশের পরীক্ষা হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় আড়াই ঘণ্টা। যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেগুলোর ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ২৫ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য দুই ঘণ্টা ৩৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।