মাদারীপুরে গৃহবধূ মুন্নির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মাদারীপুর সদর উপজেলার বনগ্রাম এলাকা থেকে মুন্নি (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, মুন্নিকে তাঁর স্বামী আসিফ জমাদ্দার (২৫) অত্যাচার করতেন। শুক্রবার রাতে মুন্নিকে হত্যা করা হয়েছে। নিহত মুন্নির বাবা মোশারেফ বলেন, ‘আমার মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা এই হত্যার কঠোর বিচার চাই। গৃহবধূর লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুমন দেব জানান, ঘটনা শুনেই ঘটনাস্থলে পুলিশ যায়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।