দিনাজপুরের বিরামপুরে পাঁচটি সোনার বারসহ সুলতান মাহমুদ (৩৩) নামে একজনকে আটক করেছে বিজিবি।মঙ্গলবার সকালে উপজেলার কলেজ বাজার থেকে তাকে আটক করা হয়।দিনাজপুর ২৯ বিজিবি ব্যাটালিয়নের বিরামপুর বিশেষ ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. গোলাম কিবরিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সকালে কলেজ বাজারে অবস্থান নেন। সেখানে ঢাকা থেকে আসা দিনাজপুরগামী একটি বাস থেকে কলেজ বাজারে নামার পরই সুলতানকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়।সুলতান মাহমুদকে ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান কমান্ডার গোলাম কিবরিয়া।
বিরামপুরে ৫ সোনার বারসহ আটক ১
Share!