নিষিদ্ধঘোষিত জেএমবির সদস্য সন্দেহে নিউটন হাবিব নামের এক যু্বক গ্রেপ্তার।
রাজশাহীর বাঘা উপজেলা থেকে নিষিদ্ধঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে নিউটন হাবিব নামের এক যু্বককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার আড়ানী পৌর এলাকার ভারতিপাড়ার নিজবাড়ি থেকে পুলিশ হাবিবকে গ্রেপ্তার করে। পুলিশ দাবি করেছে, ওই ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জেএমবি সদস্য। তিনি পিন্টু ও ইকবাল নামেও পরিচিত। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহামুদ দাবি করেন, নিউটন হাবিব জেএমবি তালিকায় নাম লিখিয়ে দীর্ঘদিন ধরে নানা অপরাধের সঙ্গে সম্পৃক্ত। তিনি আত্মগোপন করে থাকতেন। তাঁর একাধিক নাম রয়েছে। পুলিশ মাঝেমধ্যে গ্রেপ্তারে তৎপরতা চালালেও তাঁকে খুঁজে পায়নি। আজ দুপুর সোয়া ২টায় গোপন সংবাদের ভিত্তিতে বাড়ি ঘেরাও করে নিউটনকে গ্রেপ্তার করা হয়। ওসি আলী মাহামুদ জানান, নিউটন হাবিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৫৪ নম্বর তালিকাভুক্ত জেএমবি সদস্য। আগামীকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হবে।