Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

রাজমহলে মুক্তি পেল প্রাচ্য পলাশের প্রামাণ্য চলচ্চিত্র ‘দ্য ইভাল্যুয়েশন’

রাজমহলে মুক্তি পেল প্রাচ্য পলাশের
প্রামাণ্য চলচ্চিত্র ‘দ্য ইভাল্যুয়েশন’

মোঃ নাদমি হোসনেঃ
তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘দ্য ইভাল্যুয়েশন, ইন্ট্রোডিউসিং অব চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন’ রাজমহল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের প্রধান রেলওয়ে স্টেশনের পরিচিতিমূলক সাড়ে ৩ মিনিট দীর্ঘ প্রামাণ্য চলচ্চিত্রটি বিলাশবহুল ও ডিজিটাল এ প্রেক্ষাগৃহে দু’সপ্তাহব্যাপী প্রতিদিনের নির্ধারিত প্রত্যেক প্রদর্শনীতে দেখানো হবে। প্রামাণ্য চলচ্চিত্রটিতে চাঁপাইনবাবগঞ্জের রেলযোগাযোগ ব্যবস্থার অতীত-বর্তমান অবস্থা, সুযোগ-সুবিধা ও সেবা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। প্রামান্য চলচ্চিত্রটিতে শুরুতেই গুগল ম্যাপের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলার অবস্থান তুলে ধরে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের অবস্থান পরিস্কার করা হয়েছে। এর পরেই ব্রিটিশ আমলে ভারতবর্ষে রেলযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের চিত্র দেখা গেছে। প্রামাণ্য চলচ্চিত্রটিতে পর্যায়ক্রমে রেল স্টেশনের একটি লুপ লাইনসহ মোট তিনটি ব্রডগেজ রেললাইন, একটি টিনশেড প্লাটফর্ম, একটি একতলা পাকা স্টেশন ভবন, একটি টিনশেড গোডাউন, একটি ফুটওভার ব্রীজ ও একটি পাকা জিআরপি ভবন দেখানো হয়েছে। বর্তমান স্টেশন ভবনে নয়টি কক্ষের মধ্যে দু’টি অপেক্ষমান যাত্রী কক্ষ, একটি নিরাপত্তা কক্ষ, একটি রানিং রুম ও অবশিষ্ট ৫টি কক্ষ দাপ্তরিক কাজে ব্যবহৃত হয়। এছাড়া টিকিট কাউন্টার, প্লাটফর্ম চত্বরে অবস্থিত চারটি ¯œ্যাকবার, একটি বুক স্টল ও জিআরপি ভবন দেখানো হয়েছে। গ্রাফিক্স, স্থিরচিত্র ও ভিডিওচিত্র নিয়ে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্রটির সাথে ধারাবিবরণী সংযুক্ত রয়েছে, যা দর্শক গ্রহণযোগ্যতা পূরণে গুরুত্বপূর্ণ ও পরিপূরক। ইউটিউব ভিত্তিক চ্যানেল প্রাকৃত টিভি সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র প্রেক্ষাগৃহের রূপালী পর্যায় প্রদর্শন এটাই প্রথম। রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, উন্নত যাত্রীসেবার নিশ্চয়তা ও রেলকে ভ্রমণকারীদের পছন্দের প্রধান বাহনে পরিণত করতে সহায়ক এ প্রামাণ্য চলচ্চিত্রটি। প্রাচ্য পলাশ নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘দ্য ইভাল্যুয়েশন’ রাজমহল প্রেক্ষাগৃহ ছাড়াও চ্যানেল সেভেন এ প্রতিদিন বিকেলে প্রদর্শিত হচ্ছে, যা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর দর্শকবৃন্দ দেখতে পারবেন। এছাড়া ইউটিউব ভিত্তিক চ্যানেল চজঅকজওঞঅ ঞঠ তেও প্রামাণ্য চলচ্চিত্র গত ২৬ মার্চ মুক্তি দেয়া হয়েছে।চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ জানান, মূলত রেলযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, উন্নত যাত্রীসেবার নিশ্চয়তা ও রেলকে ভ্রমণকারীদের পছন্দের বাহনে পরিণত করার উদ্দেশ্যেই এ প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মাণ করা। দেশের আভ্যন্তরীণ যোগাযোগে আবার সবশ্রেণীর যাত্রীর প্রথম পছন্দের বাহন হিসাবে রেল গ্রহনযোগ্যতা পাবে বলেই আমার বিশ^াস।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top