মুক্তির অপেক্ষায় শাকিব-পাওলির আলোচিত সিনেমা ‘সত্তা’। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত সিনেমাটির হাতে আঁকা অফিসিয়াল পোস্টার সম্প্রতি প্রকাশিত হয়েছে। পোস্টার প্রকাশিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেন ভারতীয় অভিনেত্রী ও সত্তার নায়িকা পাওলি দাম।এবার সত্তা মুক্তি নিশ্চিত দিনতারিখ জানালেন নির্মাতা কল্লোল। আগামী ৭ এপ্রিল মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছেন পরিচালক। বিষয়টি খুলে বলি, শুরু থেকে এপ্রিলে মুক্তি দেয়ার কথা ছিল। এরপর তারিখ হিসেবে ৭ এপ্রিল নির্ধারণ করা হয়। তবে গত সপ্তাহে তা ৭ দিন পিছিয়ে ১৪ এপ্রিল প্রকাশের কথা উঠে। এমনকি নির্মাতা কল্লোল সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি জানতে চেয়েছিলেন ভক্ত-শ্রোতাদের কাছে। শুক্রবার বলেন, ১৪ এপ্রিল না, ‘সত্তা’র শুভমুক্তি ৭ই এপ্রিল ২০১৭। ইতোমধ্যে সত্তা’র হল ট্রেলারের সেন্সর সনদ হাতে পাওয়ার খবরটিও দিয়েছিলেন নির্মাতা কল্লোল। উল্লেখ্য, ৩১ জানুয়ারি বিনা কর্তনে সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পায় সত্তা। সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে নির্মিত ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন কিংখান খ্যাত শাকিব ও ভারতের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। প্রযোজনা করেছেন সোহানী হোসেন।আরো অভিনয় করছেন শিমুল খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, নাসরিন, রিনা খান, ডন ও কাবিলা। সত্তা’র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান। চিত্রগ্রহণ করছেন টিডব্লিউ সৈনিক। বাপ্পা মজুমদারের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন
Share!