নিউজ ফেয়ার ও স্বকাল চিত্র পত্রিকা এবং কিং হেলথ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি
আয়োজিত- সরকারের সফলতা ও দেশের উন্নয়নে মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সভা
এবং আর্থিক অনুদান প্রদান-২০১৭ইং অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব আ.ক.ম মোজাম্মেল
হক এম.পি মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার । উদ্বোধক
জনাব এম. নাজিম উদ্দিন আল আজাদ সাবেক মন্ত্রী ও হুইপ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
অনুষ্ঠানের সভাপতি টি.এ.কে আজাদ নিজ প্রযোজনায় নাটক “ভালোবাসার চোরাবালি”
নির্মাণ করেন তিনি দেশের মানুষকে নতুন নতুন গল্পের উপহার দিবেন। এর পর তিনি দেশের বাস্তবতা নিয়ে নতুন স্বল্পদৈর্ঘ্য ছবি তৈরি করার চিন্তা করেছেন।
দেশের জনগণ কে দেশপ্রেম সম্পর্কে জানতে- জানাতে তার আগ্রহ প্রকাশ করেছেন। এ পর্যন্ত তিনি ১৭ টি নাটক নির্মাণ করেছেন। নাটককের পরিচালক হিসাবে কাজ করেন যুবরাজ খান তিনি দেশ-বিদেশে- নাটক,স¦ল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সহ নানা ধরনের কাজ করেন।মানুষ বর্তমানে মিডিয়ার কাছ থেকে অনেক জানা- অজানা তথ্য পেয়ে থাকে, আর আমরা এই অজানা তথ্য, নতুন নতুন গল্পের মাধ্যমে দেশের মানুষের সামনে তুলে ধরতে চাই। অনুষ্ঠানের প্রধান অতিথি, উদ্বোধক, বিশেষ অতিথি ও সভাপতি সহ সকলে তাদের কাজ কে আরো দীর্ঘতা ও সফলতা কামনা করে নাটকের শিল্পিগোষ্ঠীর হাতে সম্মাননা পদক তুলে দেন।