কালেভদ্রে এমন লজ্জায় নাক কাটার মতো ভুল হয়, এবার অস্কার আসরে যেমনটি ঘটল। যেনতেন ভুল নয়, এ এক মারাত্মক দুর্ঘটনা! সেরা চলচ্চিত্র বিভাগে ভুল করে লা লা ল্যান্ড-এর কাছে চলে গেল অস্কার। যেখানে আসল বিজয়ী টান টান উত্তেজনা ছড়িয়ে পড়েছে ডলবি থিয়েটারের প্রতি কোণে। এমনকি টিভি, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব আর মোবাইলের পর্দায় আটকে থাকা চোখগুলোর পলকও পড়ছে না। কারণ, সেরা চলচ্চিত্র বিভাগ ঘিরে সবার কৌতূহল অনেক। এটাই আসরের শেষ পুরস্কার।সিলগালা করা খাম খুলে পুরস্কার প্রদানকারী বর্ষীয়ান অভিনেতা ওয়ারেন বেটি নিশ্চুপ। সবার অধীর আগ্রহের প্রতি এমন ঠাট্টা পাশের আরেক বর্ষীয়ান অভিনেত্রী ফে ডানঅ্যাওয়ের সহ্য হলো না। ওয়ারেনের হাত থেকে ফলাফল লেখা কাগজটি নিয়ে গেলেন তিনি। কয়েক ন্যানো সেকেন্ডেই ঘোষণা করলেন
এবার অস্কার আসরে লজ্জায় নাক কাটা
Share!