হৃতিক বিতর্ক পিছু ছাড়ছে না বলিউড কুইন কঙ্গনা রানাউতের। হৃতিক-কঙ্গনার অতীত সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। কিন্তু, থিতিয়ে পড়েও বার বার মাথা চাড়া দিয়ে উঠেছে সেই বিতর্ক।এ বার রোশন পরিবারের বিরুদ্ধে মুখ খুলে ফের সেই বিতর্কের আগুনে ঘি দিলেন ‘রেঙ্গুন’-এর নায়িকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা জানিয়েছেন, হৃতিকের ব্যাপারে মুখ বন্ধ রাখতে হুমকি দিয়ছিল রোশন পরিবার। ওঁরা ক্ষমতাশালী পরিবার। এমনও বলা হয়েছিল যে, মুখ খুললে আমার কেরিয়ার শেষ করে দেওয়া হবে।তবে সেই হুমকিতে তিনি ভয় পাননি বলেও জানিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘‘ভয় পাইনি। কারণ, জানতাম আমি কোনও ভুল করিনি বলেন তিনি। তবে সেই সম্পর্ক এখন তাঁর কাছ অতীত। এ কথাও স্বীকার করে নেন কঙ্গনা। তাঁর মতে, এই ঘটনার এখন আর কোনও প্রাসঙ্গিকতাই নেই তাঁর জীবনে।বলিউড পাড়ার রটনা, ‘ক্রিশ ৩’ ছবির শুটিংয়ের সময় থেকেই ঘনিষ্ঠতা বেড়েছিল দু’জনের মধ্যে। তবে কিছু দিনের মধ্যেই ব্যাক্তিগত ই-মেল দু’জনেই প্রকাশ করে দেওয়ায় সেই সম্পর্ক তিক্ততার জায়গায় পৌঁছায়। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল।হৃতিককে ‘সিলি-এক্স’ বলেও মন্তব্য করেছিলেন নায়িকা। তবে, কঙ্গনার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না বলে জানিয়েছিলেন বলিউডের গ্রিক গড হৃতিক।
Share!