Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম হবে ময়নামতি

প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম হবে ময়নামতি। মঙ্গলবার শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, একনেক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- কুমিল্লা বিভাগের নাম ময়নামতি রাখা হবে। ভবিষ্যতে কোনো জেলার নামে আর বিভাগের নাম এক হবে না। নতুন নামকরণ করা হবে। ময়নামতি নামকরণ করায় কুমিল্লাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান পরিকল্পনামন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী আরো বলেন, পদ্মা সেতু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন- একজন ব্যক্তির স্বার্থের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। পদ্মা সেতুর কাজের গতি কমেছে। প্রধানমন্ত্রী বলেছেন, সরকার নিজের নয়, দেশের ভাগ্য গড়তে এসেছে। তাই শুরু থেকেই বাংলাদেশ বলেছে, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ মিথ্যা। একজন ব্যক্তির স্বার্থে আঘাত না লাগলে, এতোদিনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্যে পরিবর্তন ঘটত। একনেক সভায় ৩ হাজার ৬৮৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয় সংবলিত ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top