মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন বিষয়ে সোমবার নতুন পদক্ষেপ ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন নাগরিকদের নিরাপদ রাখার স্বার্থেই তিনি এ ঘোষণা দিচ্ছেন।
প্রেসিডেন্টের সহকারি স্টিফান মিলার ‘ফক্স নিউজ সানডেকে’ বলেন, ফেডারেল আপিল আদালত ভ্রমণ নিষেধাজ্ঞা খারিজ করে দেয়ায় ট্রাম্প এখন এ বিষয়ে সকল বিকল্পই বিবেচনা করছেন। এক্ষেত্রে হোয়াইট হাউজ সুপ্রিম কোর্টে জরুরি আপিল, না হয় নতুন একটি নির্বাহী আদেশ জারি করতে পারে। শুক্রবার ট্রাম্প নিজেই সর্বশেষ বিকল্প পদক্ষেপ নেয়ার আভাস দেন। মিলার এনবিসি’র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বলেন, ‘শরণার্থীদের প্রবেশ ঠেকানো নিশ্চিত করতে বিকল্প পদক্ষেপ নেয়ার কথা আমরা গভীরভাবে চিন্তা করছি
Share!