টানা দ্বিতীয় ওভারে উইকেট নেন তাসকিন আহেমদ। এই তরুণ ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে ক্যাচ দেন লোকেশ রাহুল।১০ রান করে উদ্বোধনী ব্যাটসম্যান রাহুলের বিদায়ের সময় ভারতের স্কোর ২৩/২। এর আগে ইনিংসে শতক করা মুরালি বিজয়কে দ্রুত ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসারের বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষকক মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে ৭ রানে থামেন বিজয়।
Share!