রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। তার নাম মো. শাকিবুল (১৫)। মঙ্গলবার সকাল ৯টায় পরীক্ষা দিতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
শাকিবুল নারায়ণগঞ্জের ফতুল্লার জাহাঙ্গীর হোসেনের ছেলে। বর্তমানে তারা ঢাকার দক্ষিণ বাড্ডার ক-১১৮ নম্বর বাড়িতে ভাড়া থাকে।বনানী থানার পুলিশের এসআই রাব্বানি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, মঙ্গলবার সকালে শাকিবুল পরীক্ষা দেওয়ার জন্য বিনিময় পরিবহন করে ক্যান্টনমেন্টের রমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। বাসে যাওয়ার সময় সে জানালা দিয়ে মাথা বের করে। এসময় সে সামনে কোনও লাইট পোস্ট বা অন্য কিছুর সঙ্গে সজোড়ে আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকাল সাড়ে ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এসআই রাব্বানি আরও জানান, এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত
Share!