আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ‘ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড’ শীর্ষক ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ৫ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন। এ সময় ইনস্টিটিউটের ফ্যাকাল্টি মেম্বার ও ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রধান কার্যালয় ও নির্ধারিত শাখার বৈদেশিক বাণিজ্য বিভাগের ৪০জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
Share!