মোঃ নাদিম হোসেনঃ মাসিক সম্মানী ভাতা বৃদ্ধি সহ প্রস্তাবিত ৮ দফা দাবী বস্তবায়নে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জের ৪টি পৌরসভার কাউন্সিলরবৃন্দ। পৌরসভাগুলি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ,শিবগঞ্জ,রহনপুর ও নাচোল। বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মসূচীটি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে কাউন্সিলর নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েসন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর সাইদুর রহমান,মোসলেমা বেগম,জিয়াউর রহমান,রহনপুরের তাজাম্মুল হক,নাচোলের ফারুক আহমেদ প্রমূখ। বক্তরা সম্প্রতি বৃদ্ধিকৃত পৌর কাউন্সিলরদের মাসিক ভাতা অপ্রতুল,বৈষম্যমূলক ও অসম্মানজনক বলে আখ্যায়িত করেন। তাঁরা অবিলম্বে এই ভাতা ও পদ মর্যাদা বৃদ্ধি,দেশে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা, ওয়ার্ড কার্যালয় স্থাপন ইত্যাদি দাবী পূরনের আহব্বান জানান। তাঁরা এসোসিয়েসনের কেন্দ্রীয় কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষনা করে বলেন, দাবী পূরণ না করা হলে বৃহত্তর কর্মসূচী ঘোষনা করা হবে।
চাঁপাইনবাবগঞ্জে পৌর কাউন্সিলরদের ভাতা বৃদ্ধি সহ ৮ দফা দাবীতে মানববন্ধন
Share!