বিনোদন ডেক্সঃ মহান একুশের বই মেলায় লাবু মাফরুর আসছে নিজের লেখা “তোমায় দেখি দিব্য জ্ঞানে”নামের কবিতার বই নিয়ে। ছোট বেলা থেকে গানের পাশাপাশি লেখালিখি শখের বশে হলেও এবারে একুশের বই মেলা উপলক্ষে প্রথম বাজারে প্রকাশ করেছেন । এই নন্দিত কবিতার বইটি রাবেয়া বুক
হাউজ থেকে প্রকাশিত হয়েছে। লাবু মাফরু নিউজ ফেয়ার কে জানান- এই নন্দিত বইটি একুশের বই মেলার ৪২৩ নং স্টলে পাওয়া যাবে,পাঠক জনপ্রিয়তা পেলে তিনি পাঠকদের জন্য আরো সুন্দর মিষ্টি ছন্দের কবিতার
বই সহ নানা ধরনের লেখা উপহার দিবেন।
Share!