ফ্রান্সের মতো কোন অবস্থার সৃষ্টি হলে তা মোকাবেলায় দেশের আইনশৃংখলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে ।রোববার রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সের সন্ত্রাসী হামলার ঘটনায় দুঃখ ও শোক প্রকাশ করেন।‘ফায়ার সেফটি ইন হাইরাইজ অ্যান্ড ইনডাস্ট্রিয়াল বিল্ডিং ইন এশিয়া’ শীর্ষক সেমিনারে জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ভিয়েতনাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্মকর্তা ও গবেষকরা উপস্থিত ছিলেন।
আইনশৃংখলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায়
Share!