মোবাইল অপারেটর গ্রামীণ ফোন ও এর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ৬৯১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আদালতে নালিশি মামলা দায়েরের আবেদন করা হয়েছে।মামলায় যাদেরকে আসামী করার আবেদন করা হয়েছে তারা হলে- গ্রামীণফোন লিমিটেড, গ্রামীণফোন লিমিটেডর এর সিইও, গ্রামীণফোন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী শাহেদ আহম্মেদ, মাইনুল রহমান ভুইয়া, মাইনুল কাদের ও আহম্মেদ মনজুর দোলা।রোববার ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেনের আদালতে গ্রামীণফোনের শ্রমিক কর্মচারী ইউনিয়ন বাংলাদেশের পাঁচ কর্মচারী এ আবেদন করেন। পাঁচ বাদীর পক্ষে গ্রামীণফোন লিঃ এর পরিবহন শ্রমিক মেহেদী হাসান আদালতে জবানবন্দী দেন।বাদীরা হলেন- গ্রামীণফোন লিঃ এর পরিবহন শ্রমিক মেহেদী হাসান, মাসদি হাসান, ডাটা এন্ট্রি অপারেটর মো. সোহাগ, অফিস সহকারী আফজাল সোসেন ও অপটিক্যাল ফাইভার অপারেটর নিজাম উদ্দিন।আবেদনে উল্লেখ করা হয়েছে- বিবাদীরা গ্রামীণফোন ওয়ার্কার্স প্রফিট ফান্ড এ্যান্ড ওয়েলফেয়ার ফান্ডের ১৩শ’ কর্মচারীর প্রায় সাত শত কোটি টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেন। পাওনা টাকার জন্য আবেদন করলে তাদের বিভিন্নভাবে অপমান ও অপদস্ত করতেন। তাই তারা আদালতের কাছে ন্যায়বিচার পাওয়ার জন্য উপস্থিত হন।আবেদনে বলা হয়েছে, ২০১০ সালে সরকার কোম্পানির লাভের ৫ শতাংশ শ্রমিক কর্মচারী মধ্যে বণ্টন করার জন্য ঘোষণা দেয়। ২০১৩ সালের ২৪ অক্টোবর গ্রামীণফোনের লিমিটেডের পরিচালক সভায় তা পাস করা হয়। ২০১৫ সালের মার্চ মাসে বিবাদীরা শ্রমিকদের বঞ্চিত করে টাকা না দিয়ে ভাগ বাটোয়ারা করে দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেন।
গ্রামীণ ফেনের বিরুদ্ধে মামলার আবেদন
Share!