টাঙ্গাইলের নাগরপুরে ৩ মাস ১৩ দিনের শিশু হত্যা মামলার আসামি পিতা গ্রেফতার। সে উপজেলার আগদিঘুলিয়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে সোহেল রানা (২৬)।মামলার তদন্তকারী কর্মকর্তা নাগরপুর থানার সাব-ইন্সপেক্টর সজল খান গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ জানুয়ারি বৃহস্পতিবার ভোরে সিরাজগঞ্জ জেলার বেলকুচি এলাকা থেকে গ্রেফতার করে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।উল্লেখ্য, গত ১০ অক্টোবর ২০১৬ সালে উপজেলার আগদিঘুলিয়া গ্রামের সোহেল রানা তার ৩ মাস ১৩ দিনের শিশু কন্যা সুমাইয়াকে বাড়ীর উত্তর পাশে ডুবায় (পানিতে) ফেলে হত্যা করে। পরে নিহত শিশুর মাতা ইয়াছমিন আক্তার বাদী হয়ে সোহেল রানাকে বিবাদী করে ৩০২ ধারায় নাগরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন
Share!